সোমবার ০৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ছুটির রবিবার, দিল্লির কুশওয়াহা পরিবারের জন্য ছিল একটা সাধারণ দিন। পরিবারের ছোট মেয়ে প্রীতি কুশওয়াহা বাড়িতে একাই ছিলেন। কারণ তার বাবা-মা এবং বড় ভাই-বোন বাইরে গিয়েছিলেন। সন্ধ্যায় প্রীতির মা, তাঁর মেয়ের কাছ থেকে একটি ফোন পান। মেয়ে প্রীতি জানিয়েছিলেন, রুটি বানানো আছে, বাড়ি ফিরে মা যেন খেয়ে নেন। কিন্তু প্রীতির মা যখন বাড়ি ফিরে দরজা খুলতেই হাড়হিম দৃশ্য দেখেন। তখন প্রীতির নিথর দেহ ঝুলছিল সিলিং ফ্যান থেকে। পরিবারের অভিযোগ, এক দূরসম্পর্কের তুতো ভাইয়ের সঙ্গে প্রেমঘটিত সম্পর্কের জেকেই প্রীতি আত্মঘাতী হয়েছেন।
১৮ বছর বয়সি প্রীতি দিল্লির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। দু'বছর আগে পরিবারের সঙ্গে তিনি গ্রামের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে যান। সেখানেই তাঁর দেখা হয় দূরসম্পর্কের তুতো ভাইয়ের সঙ্গে। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, হয় প্রেম। একসময়ে তাঁরা গোপনে বিয়েও সেরে নেন।
তবে এই সম্পর্কের কথা পরিবার জানত না। কিন্তু প্রীতির মৃত্যুর পর তাঁর এক বান্ধবী তাঁদের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট এবং বেশ কিছু ছবি প্রকাশ্যে আনেন। হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রীতি তাঁর প্রেমিককে 'হাজব্যান্ড জি' (স্বামীজি) বলে সম্বোধন করতেন। ২০২৩ সালের এপ্রিল মাসের একটি চ্যাটে তিনি প্রেমিককে 'রিঙ্কু জি' বলেও উল্লেখ করেছেন। একটি ছবিতে দেখা যায়, প্রেমিক প্রীতির সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রিঙ্কু, যা তাদের গোপন বিয়ের প্রমাণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি প্রীতি তাঁর মাথার লম্বা চুল কেটে ফেলেন। বোনের সঙ্গে এই নিয়ে প্রীতির বচসাও হয়েছিল। তিনি হঠাৎই হুমকি দেন, বেশি কিছু বললে মাথা মুড়িয়ে দেবেন। সেলুনে যাওয়ার কথা বললে পারিবারিক লজ্জা বাড়বে দেখে প্রীতির দাদা বোনকে ন্যাড়া করে দেওয়ার আশ্বাস দেন। বাড়িতেই প্রীতির চুল কেটে দেন দাদা। পরে জানা যায়, তাঁর প্রেমিক প্রায়ই বলতেন, 'তুমি খুব সুন্দর। যদি অন্য কেউ তোমায় পছন্দ করে ফেলে, আমি কী করব?' পরিবারের দাবি, তিনি প্রেমিকের প্রতি ভালবাসা দেখাতে চুল কেটে ফেলে ছিলেন। কিন্তু তাও সম্পর্ক ধরে রাখতে পারেননি। প্রীতি পরিবারের অন্য়ান্যদের সহ্গেও খারাপ আচরণ করতেন। ফলে কারোর সহ্গেই তাঁর আর তেমন সম্পর্ক ছিল না।
চ্যাট থেকে জানা যায়, এসবে লাভ হয়নি। প্রেমিক প্রীতিকে ব্লক করে দেন কিছুদিন আগে, সম্পর্কও রাখতে চাননি। আর এতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ১৩ মার্চ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে, প্রীতি লিখেছেন, "যদি সে আমাকে টেক্সট না করে? তাকে অবশ্যই আমাকে মনে রাখতে হবে।" ১৯ মার্চের আরেকটি ভিডিওতে, প্রীতি ক্যাপশনে লিখেছিলেন: "এটা আগে একটা পার্থক্য তৈরি করত। এখন, আমরা তাদের দিকে তাকাই না।"
প্রেমিকের সঙ্গে সম্পর্কের বাঁধান আলগা হতেই মানসিকভাবে ক্রমে ভেঙে পড়েছিলেন প্রীতি। প্রীতি তাঁর জীবন শেষ করে দেওয়ার আগে নিজের জন্য পিৎজা এবং একটি ঠান্ডা পানীয় অর্ডার করেছিলেন। ফোনের রেকর্ড অনুসারে, প্রীতি মাকে ফোন করার পর, ওই প্রেমিককেও ফোনও করেছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। এরপরই আত্মহননের পথ বেছে নেন।
পরিবারের অভিযোগ, প্রীতির আত্মহননের ১০ দিন অতিক্রান্ত। সমস্ত বিষয় পুলিশকে জানানো হয়েছে। তবুও কোনও লাভ হয়নি। কেউ কোনও পদক্ষেপ করেনি। প্রীতির প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও কেউ তাঁকে ধরেনি। তরুণীর পরিবার এখন চায়, ন্য়ায় বিচার হোক।
নানান খবর
নানান খবর

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

শপিং মলে ঢুকেই ছুড়ে দিলেন কফি, কেনই বা হঠাৎ মেজাজ হারালেন তরুণী

কংগ্রেসের নতুন উদ্যোগ: মনমোহন সিংহ ফেলোশিপ প্রোগ্রাম চালু

৫২ বছর একসঙ্গে সংসার, কোন ঝড় টলাতে পারেনি তাঁদের, মৃত্যুও আলাদা করতে পারল না দম্পতিকে

গরমকালে বার বার লোডশেডিং, বিরক্ত হয়ে নিজেই কুলার বানিয়ে ফেলল দশম শ্রেণীর ছাত্রী, খরচ কত হল?

হঠাৎ করে গায়ে আগুন জ্বলে উঠল, স্বামীর সঙ্গে এ কী করলেন স্ত্রী!